তৌহিদুল ইসলাম: সরকারি বাঙলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে পশ্চিমা অথবা ভারতীয় অপসংস্কৃতি চর্চা ও অশ্লীলতা বন্ধের আহ্বান জানিয়েছে ইয়ুথ সার্কেল।
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) এ সময় অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন বাঙলা কলেজ ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রতিটি শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং দেশের সকল জনগণের কল্যাণকর অনেক বিষয়ের প্রত্যাশা থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করে নিজেকে বিকশিত করার মাধ্যমে দেশের জন্যে কল্যাণকর ভূমিকা রাখবে। সংস্কৃতি হিসেবে বাঙালি সংস্কৃতি চর্চা করবে, কোন পশ্চিমা অথবা ভারতীয় অপসংস্কৃতি চর্চা হতে বিরত থাকবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি, নবীন শিক্ষার্থীদের আগমণের প্রথম দিনে সম্মানিত শিক্ষকদের সম্মুখে কিছু অতিউৎসাহী শিক্ষার্থীরা কনসার্ট করে অশ্লীলতার প্রসার করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে উন্মাদনা সৃষ্টি করছে। ফলশ্রুতিতে নবীন শিক্ষার্থীদের মাধ্যমে নেতিবাচকভাবে প্রভাবিত হয়ে অবাধ মেলামেশা এবং বিভিন্ন অন্যায় কাজে সহজেই ধাবিত হচ্ছে। পড়া-লেখার পরিবর্তে খারাপ সহপাঠীদের সাথে ফ্রি-মিক্সিং-এ অভ্যস্ত হয়ে উঠছে। সন্তানের ক্যারিয়ার বিপর্যয়ের ফলে অভিভাবকগণ শিক্ষা প্রতিষ্ঠান ও সম্মানিত শিক্ষকদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করছেন।
সময় জার্নাল/মমি