এম. পলাশ শরীফ, নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ আওয়ামী লীগ নেতার অপকর্ম ঢাকতে বিএনপির নামে মিথ্যাচার করে অপপ্রচার করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার।
শুক্রবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে ভূক্তভোগী ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী তালুকদার অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন তালুকদারের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শুভ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে বিএনপি দল ও তাকে জড়িয়ে ৯টি দোকান ঘর দখলের অভিযোগ তুলেছে তা আদৌ সঠিক নয়।
২০০৯ সালে তার চাচাতো ভাই শাহবুদ্দিন তালুকদার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার পৈত্রিক ১ একর ১১ শতক জমি লোকজন নিয়ে দখল করে নেয়। এ ছাড়াও ২০১৭ সালে আমির আলী তালুকদারের নব্বইরশী বালুর রাস্তা সংলগ্ন আরও একটি জমি আওয়ামী লীগ দলীয় লোকজন নিয়ে দখল নিতে গেলে জনতার তোপের মুখে পড়ে সেখান থেকে পালিয়ে যায় ওই আওয়ামী লীগ নেতা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মৃত. শাহবুদ্দিন তালুকদার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন বাগেরহাট-৪, আসনের সাবেক এমপি, মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের একান্ত কাছে লোক হওয়ায় ক্ষমতার দাপটে নিজেকে ধরা বলে সরা মনে করতেন না তিনি। তার একক ছত্রছায়ায় বিশারীঘাটা বাজার, কেজি স্কুল রোডে সাবেক কসাইখানার জমি,দখল করে পাকা ইমারাত নির্মাণ, ভাষানদল এলাকায় জমিসহ একাধিক বিবাধমান জমি নাম মাত্র ক্রয়ের নামে তার লোকজন নিয়ে দখলে নেয়।
বিএনপি নেতা আমির আলী তালুকদার আরও বলেন, তার পিতার রেকর্ডীয় সম্পত্তিতে তিনে ভোগ দখল করছেন। কারও জমি জোরপূর্বক তিনি দখল করেনি। প্রকৃত ঘটনাকে আড়াল করে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুুদুল হাসান শুভ নিজেদের দোষ বিএনপি দলেরকাঁেধ চাপিয়ে অপপ্রচার করছেন। সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ নেতা মৃত. শাহবুদ্দিন তালুকদার ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ’র বিগত অনিয়ম করে অর্থ সঞ্চয় জমার ব্যাংক হিসাব স্থাবর অস্থাবর ক্ষতিয়ে দেখার দাবি জানান অন্তবর্তীকালিন সরকারের প্রতি।
এ সর্ম্পকে আওয়ামী লীগ নেতার ছেলে মাহমুদুল হাসান শুভ বলেন, তার পিতার জীবিত থাকাকালিন কাগজপত্রের আলোকে জমি জমা ক্রয় করে পাকা ইমারাত করেছেন। ৫ আগষ্টের পর আমাদের ৯টি দোকান ঘর দখল করা হয়েছে। ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছি।
সময় জার্নাল/এলআর