বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

হাবিপ্রবিতে র‍্যাগিং বিরোধী র‍্যালি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ

রোববার, অক্টোবর ২৭, ২০২৪
হাবিপ্রবিতে র‍্যাগিং বিরোধী র‍্যালি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ

মুরাদ হোসেন:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিং বিরোধী র‍্যালি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৭অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, "এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯.১০.২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি "র‍্যাগিং বিরোধী র‍্যালি" অনুষ্ঠিত হবে। এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয় অধ্যাপক এম. এনামউল্যা, পিএইচডি উক্ত র‍্যালিতে উপস্থিত থাকবেন।"

এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধও করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য , 'র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ' শিরোনামে এবারও টাঙানো হয়েছে ব্যানার। র‍্যাগিং প্রতিরোধ-প্রতিকারে কঠোর অবস্থানেও রয়েছে হাবিপ্রবি প্রশাসন। র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১’ শিরোনামে ৯ টি ধরার একটি নীতিমালা প্রণয়ন করা রয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল