স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ সিদ্ধান্ত কাজে দিয়েছে বেশ। প্রথম সেশনে এক উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছিল ১০৯ রান। মধ্যাহ্নবিরতির পর এ সংগ্রহ আরও বাড়িয়েছে সফরকারীরা। ওপেনার টনি দে জর্জির দুর্দান্ত এক শতকে আর কোনো উইকেট না হারিয়েই দলীয় ২০০ রানের সংগ্রহ পেরিয়ে গেছে দলটি।
সাগরিকায় আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছে ভালোই। দুই ওপেনার টনি ডে জর্জি এবং এইডেন মার্করাম মিলে ভালোই সামলেছেন টাইগার বোলারদের। নতুন বলের সুবিধা নিতে পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ওদিকে টাইগার বোলারদের সামলে স্কোরবোর্ডে রান বাড়াচ্ছিলেন প্রোটিয়া ওপেনাররা। এ দুজনের জুটিতে ১৭ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬৯ রান। তবে এ জুটি আর বড় হতে দেননি তাইজুল ইসলাম। অষ্টাদশ ওভারের প্রথম বলেই টাইগার স্পিনারের করা বলে ক্যাচ তুলে দেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। মিড অনে থাকা মমিনুল হক সহজেই তালুবন্দী করেন নেন ক্যাচটি। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৩ রান করেছেন মার্করাম।
মার্করাম ফেরার পর ক্রিজে জর্জির সঙ্গী হন ট্রিস্টান স্টাবস। নতুন জুটিকেও চাপে ফেলতে পারেননি টাইগার বোলাররা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে এ দুজন মিলে গড়েন ৪০ রানের জুটি। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে ওঠে ১০৯ রান। শুরু থেকেই দুর্দান্ত খেলা জর্জি ব্যক্তিগত হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে বিরতিতে গিয়েছেন। স্টাবস করেন ৪২ বলে ২৩ রান।
এদিকে মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনেও এ জুটিকে চাপে ফেলতে পারেনি টাইগার বোলাররা। শুরুতেই নিজের ফিফটি তুলে নেয়া জর্জি এরপর করেছেন সেঞ্চুরি। সাদা পোশাকে এটিই জর্জির প্রথম শতক।
ওদিকে স্টাবসও নিজের সংগ্রহ বাড়িয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটির পর তিনিও আছেন সেঞ্চুরির পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জর্জি-স্টাবস জুটি স্কোরবোর্ডে তুলেছে ১৩০ রান। এ জুটিতেই বড় সংগ্রহের পথে এগোচ্ছে প্রোটিয়ারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৫ রান।
এমআ্ই