মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

হজ ২০২৫: কোন প্যাকেজে কত খরচ, কী সুবিধা

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
হজ ২০২৫: কোন প্যাকেজে কত খরচ, কী সুবিধা

নিজস্ব প্রতিবেদকঃ

গত বছরের চেয়ে এক লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমিয়ে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, সরকারিভাবে হজ পালনে দুইটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে খরচ হবে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ (২০২৫ সালের ৫ জুন) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সরকারিভাবে ঘোষিত দুটি হজ প্যাকেজের মধ্যে রয়েছে— সাধারণ হজ প্যাকেজ-১, যার মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা; আর সাধারণ হজ প্যাকেজ-২, যার মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এছাড়া বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। তবে বেসরকারি এজেন্সিগুলো সাধারণ হজ প্যাকেজ গ্রহণের পর একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

চলুন দেখে নিই হজের কোন প্যাকেজে কত খরচ, কী সুবিধা

সাধারণ হজ প্যাকেজ-১:

• মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফে যাতায়াতে বাসের ব্যবস্থা।

• মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন।

• মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা।

• মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসে করে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা।

• মিনা এবং আরাফায় খাবার পরিবেশনের দায়িত্ব নেবেন মোয়াল্লেম।

• অ্যাটাচড বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন।

• বাড়ি বা হোটেল কক্ষে বা ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা।

• মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

• ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা।

প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কোরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

সাধারণ হজ প্যাকেজ-২:

• মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফে যাতায়াতে বাসের ব্যবস্থা।

• মদিনায় মার্কাজিমা (সেন্ট্রাল এরিয়া) এলাকার আবাসন।

• মিনায় ইয়েলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা।

• মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসে করে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনে করে যাতায়াতের ব্যবস্থা।

• অ্যাটাচড বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন।

• বাড়ি বা হোটেল কক্ষে বা ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা।

• মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

• ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা।

প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কোরবানি) বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে।

সরকারি মাধ্যমের হজ প্যাকেজ আপগ্রেডেশন— অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি/হোটেলে ২,৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।

বেসরকারি এজেন্সির প্যাকেজের বৈশিষ্ট্য

• মক্কায় হারাম শরিফের বহি: চত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফ যাতায়াতে বাস ব্যবস্থা।

• মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন।

• অ্যাটাচড বাথসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা মিনায় হজযাত্রীদের তাঁবু গ্রিন জোনে (জোন-৫) এবং ’ডি’ ক্যাটাগরির সার্ভিস।

• মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন।

• মক্কা-মিনা-আরাফা-মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন/বাস (প্রতি ১০০ জনে একটি বাস অথবা ৫০ জনের ভাবল ট্রিপ) ব্যবস্থা।

• মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

• ৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ২০২৪ বছরের তুলনায় সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য এক লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমেছে। সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য কমেছে ১১ হাজার ৭০৭.৬৮ টাকা।

এদিকে, সৌদি রিয়ালের মূল্য ২০২৪ এর চেয়ে (৩২.৫০-২৯.৭৪) = ২.৭৬ টাকা অর্থাৎ ৯.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল