এস এম জহিরুল ইসলাম,গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঘটে যাওয়া ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এর সভাপতিত্বে আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার জসিম উদ্দিন, শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির, পৌর সেক্রেটারি ডাক্তার আনিসুজ্জামান, উপজেলা আইন সম্পাদক এডভোকেট রাজী বিল্লাহ, শ্রীপুর উপজেলা অফিস ও প্রচার সেক্রেটারি আফজাল হোসেন খান, বরমী ইউনিয়নের আমির মাওলানা আমিনুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন সভাপতি জুবায়ের সরকার, গাজীপুর জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক ওসামা বিন হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড.জাহাঙ্গীর আলম বলেন, আমরা হানাহানি মারামারি চাই না,জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ইসলামী দল। আমরা দেশের জন্য রাজনীতি করি,ব্যক্তি বা দলের জন্য নয়। আমরা চাই একটি শান্তিপূর্ণ,বিশৃঙ্খলা মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ।উল্লেখ্য,গত ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে স্বৈরাচার ভোটবিহীন আওয়ামী সরকার।
তানহা আজমী