সিদ্ধার্থ চক্রবর্তী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা (কালী পূজা) এবং দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। পঞ্জিকা মতে, প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্রীশ্রী শ্যামা পূজা করা হয়ে থাকে। ওই উপলক্ষে, দীপাবলি উৎসব উৎযাপন করা হয়ে থাকে।
বৃহস্পতিবার (৩১ অটোবর) সন্ধ্য সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে পূজা কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বাকৃবি কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যপক ড. গোপাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাকৃবি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের ইউজিসি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও একোয়াকালচার বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মনোরঞ্জন দাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, উপস্থিত সকলকেই আমার শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয় একটি পরিবারের মতো। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেনো সকল ধর্ম ও কর্মের মধ্যে সৌহার্দ্যের সম্প্রীতি বজায় থাকে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছি, তারা সকলেই এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সদা তৎপর৷