স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। দীর্ঘ বিরতির পর আবার একদিনের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি লাল-সবুজের দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদী।
আফগানিস্তানের বিপক্ষে সবমিলিয়ে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা স্বস্তিতেই আছে শান্তর দল। যদিও আফগানরা খেলবে নিজেদের চেনা মাঠে
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।
এমআই