কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ দিবস পালন করেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ৪ ঘটিকায় স্থানীয় বিএনপি অফিস হতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামে এক সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু,সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) জোবায়েদ ইবনে রুবেল প্রমুখ।
এদিকে উপজেলা মোড়ে সড়ক পরিবহন শ্রমিক দল, তাঁতি দল ও শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়। বিএনপি নেতা আব্দুল জলিলে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা মোকলেছার রহমান শাহ্ প্রমুখ।
সঞ্চালনা করেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম। অপর দিকে বিএনপির একাংশ কিশোরগঞ্জ গরু হাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তানহা আজমী