মো. মুরাদ হোসেন:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কিছুটা বাড়িয়ে দিয়েছে হালকা কুয়াশা। উত্তর জনপদের আশার প্রদীপ ক্ষ্যাত এই ক্যাম্পাসে শীত একটু আগেই নেমে আসে। সন্ধ্যা হতেই কুয়াশা পড়তে শুরু করে। নাতিশীতোষ্ণ বলতে যে আবহাওয়া বোঝায় সেটাই যেন তার মূল সময় এবং স্থান।
সুন্দরতম এই আবহাওয়াকে উপভোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা, সিনিয়র-জুনিয়র মিলে বসে যান আড্ডায়। সুরেলা কণ্ঠে মৃদু স্বরে গেয়ে উঠেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি? সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বাংলাদেশ প্রকৃতই অনেক সুন্দর। তার খানিকটা কম যায় না হাবিপ্রবি ক্যাম্পাসটি। অনেক দূর-দূরান্ত থেকেও লোকজন আসেন হাবিপ্রবিতে কিছু সময়ের জন্য সুন্দর সময় কাটাতে।
বিকালে হালকা কুয়াশায় কেউবা আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের কাশফুল বাগানে যান সুন্দর কিছু ছবির মাধ্যমে সময়ের সাক্ষী করে রাখতে। যখন সন্ধ্যে নেমে আসে তখন লোকগান, মুর্শিদগান ভক্তদের আসর বসে। তারা গান গেয়ে মনের খোরাক যোগান।
রাত কিছুটা বাড়ার সঙ্গে সবাই চলে যায় ক্যাম্পাস সংলগ্ন চায়ের দোকানে। সেখানে চা আড্ডা শেষ করে সবাই চলে যায় নিজ নিজ হল বা মেসে।
হালকা কুয়াশায় কিছুটা শীত অনুভব হওয়ায় সবাই কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। ঘুমও হয় যুতসই। তাই স্বভাবতই ঘুম ভাঙতেও কিছুটা বিলম্ব হয়ে থাকে। তাই তো ঘুম থেকে উঠে সবাই তাড়াহুড়ো করে ক্লাসে যায়, কেউবা সকালের নাস্তা করে কেউবা আবার নাস্তা না করেই। কিন্তু যারা একটু স্বাস্থ্য সচেতন বা যাদের স্বাস্থ্য কিছুটা বেড়ে গেছে তারা খুব ভোরে ইচ্ছায় বা অনিচ্ছায় ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। মুক্ত বাতাসে হাঁটতে সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের মস্ত বড় দালান যেন কুয়াশাকে ভেদ করে দাঁড়িয়ে থাকে আপন মহিমায়। তার উচ্চতার মাঝে থাকে এক অন্যরকম দাম্ভিকতা। সকালের ঝিলমিল রোদ যখন মস্ত দালানকোঠাতে লাগতে শুরু করে তখন মনে হয় যেন সুউচ্চ দালানকোঠাগুলোর অহংকারের তেজ স্বমহিমায় উজ্জ্বল করছে। যা তারা কুয়াশা থাকার কারণে সকালের প্রথম ভাগে দেখাতে না পেরে শেষ সকালের দিকে দেখাচ্ছে তীব্র অহংকারের সঙ্গে। আবারও সময় গড়ায় দুপুরের দিকে কুয়াশা হয়ে যায় নিশ্চিহ্ন। ব্যস্ত হয়ে যায় যার যার পড়াশোনা বা ব্যক্তিগত কাজে। আবারও বিকাল আসে নেমে, আসতে থাকে মৃদু কুয়াশা, বসে সেই চিরচেনা বিকালের আড্ডা। এভাবেই চক্রাকারে চলতে থাকে হাবিপ্রবিতে কুয়াশার সঙ্গে সুন্দর দৃশ্য ও সুন্দর সময়!
এরকম সুন্দর দৃশ্য ও সুন্দর সময় দেখতে এবং উপভোগ করতে হলে আসতে হবে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সবুজাবৃত ক্যাম্পাস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
এমআই