স্পোর্টস ডেস্ক:
প্রথম ওয়ানডেতে নিশ্চিত জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। ১-১ সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্ত দলের।
শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। আফগানদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে শান্তদের রান ছিল ২ উইকেটে ১২০ রান। এরপর আফগান স্পিনার গজনফারের ঘূর্ণিতে খেই হারিয়ে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
শেষ দিকে মাত্র ২৩ রানে ৮ উইকেট হারায় লাল-সবুজ জার্সিধারীরা।
টি-২০ ও টেস্টের পর আজ ওয়ানডে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। মুশফিক রহিম ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এই উইকেটরক্ষকের।
এদিকে, প্রায় এক বছর পর একাদশে ফিরছেন নাসুম আহমেদ। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মুশফিকুর রহিম ও রিশাদ হোসেন। মুশফিক চোটের কারণে ছিটকে গেলেও রিশাদকে রাখেনি ম্যানেজমেন্ট।
শারজায় আজ (শনিবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলছে দুই দল। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সময় জার্নাল/এলআর