জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:
বিগত ১৫ বছরে ছাত্রলীগের হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল বের করেন সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা "হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই, হৈ হৈ রৈ রৈ, হাসিনা গেলি কই, ছাত্রলীগের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, জিয়ার সৈনিক, এক হও এক হও, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো' ইত্যাদি স্লোগান দেয়।"
সমাবেশে ছাত্রলীগকে সন্ত্রাসী উল্লেখ করে শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি বলেন, আপনারা জানেন খুনি হাসিনার বেশকিছু অডিও এবং ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে আমরা শুনেছি বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশরা এখনো তার নির্দেশেই রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশের আনাচে-কানাচে তার দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। অনতিবিলম্ব এই সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করতে হবে। খুনি হাসিনার কোনো দোসরকে আমরা বাংলাদেশে রাখবো না। ছাত্রদলের কোনো নেতাকর্মী যদি আপনাদের ধরতে পারে তাহলে মালিশের অভাব হবে না। ছাত্রদল নেতাকর্মীদের শরীরে রক্ত থাকা পর্যন্ত হাসিনা যে ষড়যন্ত্র করছে তা লুটিয়ে দেয়া হবে। আমি এই সরকারকে বলতে চাই অনতিবিলম্বে রাজনৈতিক দলের মাধ্যমে এবং ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন দিন। বিগত আমলে যারা বাংলাদেশ পরিচালনা করেছে তারা ভালো করে জানে হাসিনাকে কিভাবে ঘাটের পানি খাওয়াতে হয়।
মিছিলে রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি ও জাতীয়তাবাদি মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআই