মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুরঃ
শিক্ষার্থীর উপর হামলায় প্রায় ১৬ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ১টার দিকে নয়জন হামলাকারীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক ভবনের সামনে উক্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিগত ২৬ অক্টোবর সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি একজন ছেলে ও মেয়ে শিক্ষার্থীকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন। এসময় তিনি তাদেরকে খোলা জায়গায় এমন কিছু করতে নিষেধ করেন। এরই মধ্যে কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে একই দিনে রাত সাড়ে ১২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর রুমে ঢুকে তার উপর হামলা চালানো হয়।
হামলার ঘটনা জানার পর রাতেই ওই হলের প্রভোস্ট ড. আবু খায়ের মো. মুক্তাদিরুল বারী চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক ওই হলেই দুইপক্ষের সাথে বসে সবকিছু শোনার পর হামলাকারী কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বিষয়ে শিক্ষার্থীদেরকে আশ্বাস দেয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিগত ২৬ অক্টোবর আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সের ১৭ ব্যাচের শামীম রেজার রুমে ঢুকে তার উপর একই হলের ২০ থেকে ৩০ জন অর্তকিত হামলা চালায়। এ বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি।
শিক্ষার্থীদের আল্টিমেটামের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, তদন্ত কমিটি কাজ করবে এবং কমিটির কাজের উপর ভিত্তি করে যে সুপারিশ হবে আমরা সেটি বাস্তবায়ন করবো।
তানহা আজমী