নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি (বিএমবি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উপ- উপাচার্য অধ্যাপক রেজুয়ানুল হক।
সোমবার (১১ নভেম্বর ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক কে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্বটি পালন করবেন তিনি। এছাড়াও বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।
এর আগে, একই দিনে নোবিপ্রবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার রেজিস্ট্রার বরাবর পদত্যাগ জমা দেন।
সময় জার্নাল/এলআর