মো:আশিক মিয়া,চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাঙ্গামাটি জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশনের ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি আসিফ সালেহ বিন কামাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে স্পোর্টস সায়েন্সের ২০১৮-১৯ সেশনের মো: কামরুল হাসান,সাধারণ সম্পাদক পালি বিভাগের ২০১৯-২০ সেশনের কংকন বড়ুয়া অন্তু ও সাংগঠনিক সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের মোহাম্মদ মিজানুর রহমান রিদওয়ান মনোনীত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের জামাল উদ্দিন শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক স্পোর্টস সায়েন্সের ২০১৯-২০ সেশনের ফজলে আসিফ শ্রাবণ।
নব মনোনীত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান হৃদওয়ান বলেন, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তায়লার কাছে। আশা করি নতুনদের হাত ধরে সৌন্দর্যের লীলাভূমি খ্যাত রূপের রাণী আর বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটির "রাঙামাটি জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন,চ.বি" নতুন উদ্যমে সকলেরই স্বতঃস্ফুর্ত অংশগ্রহন আর পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে।
নব মনোনীত সাধারণ সম্পাদক কংকন বড়ুয়া বলেন, দেশের এই সংকটময় সময় কাটিয়ে সবাইকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে এসোসিয়েশনের কাজ ত্বরান্বিত করে সুন্দর ও সাফল্যমন্ডিত করতে চাই।আমাদের সংগঠন অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই চেতনাকে ধারন করে আমি আমার জায়গা থেকে এসোসিয়েশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
নব মনোনীত সভাপতি কামরুল হাসান বলেন, শুকরিয়া মহান রবের কাছে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটির চবিয়ানদের সংগঠন "রাঙ্গামাটি জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় " সভাপতি হিসাবে এই গুরত্বপূর্ণ দায়িত্ব অপর্ণ করার জন্য। অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলের পারস্পরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
তানহা আজমী