ইবি প্রতিনিধি:
প্রতিবছর ১২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ‘গ্রিন ক্যাম্পাস ডে’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ে এ দিবসটি পালন করা হয়েছে।
বক্তব্যে উপাচার্য বলেন, পরিবেশ সংরক্ষণে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো। আমি যতদিন এই ক্যাম্পাসে থাকবো আপনাদেরকে সাথে নিয়ে প্রতিবছর ১২ই নভেম্বর ‘গ্রিন ক্যাম্পাস ডে’ হিসেবে পালন করব। আগামী দিনেও যারা থাকবেন আপনারাও এই দিনটিকে ‘গ্রীন ক্যাম্পাস ডে’ হিসেবে পালন করবেন। এ দিনটিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো- আমাদের ক্যাম্পাসকে আমরা ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাসে পরিণত করব।
তিনি আরও বলেন, এটা কোন ঘোষণা না, এটি প্রতিজ্ঞা। ময়লামুক্ত ক্যাম্পাস গড়ার এবং শিক্ষার সুন্দর পরিবেশ তৈরির প্রতিজ্ঞা।
পরে দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। র্যালি শেষে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
এমআই