শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে ৮ দফা দাবিতে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
দিনাজপুরে ৮ দফা দাবিতে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: 

৮ দফা দাবিতে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক বরাবর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে শ্রমিকদলের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

৮দফা দাবি হলো-নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, ৮ ঘন্টা শ্রম পদ্ধতি নির্ধারণ ও ওভারটাইম প্রদান,
পরিচয়পত্রবিহীন শ্রমিক নিয়োগ না করা ও শ্রমিক ছাটাই বন্ধ করা, বেতনের অনুরূপ বোনাস প্রদান, মেডিকেল ফি ও চিকিৎসা ভাতা প্রদান, মহিলা শ্রমিকদের সম-মুজুরী প্রদান ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, বাজার অনুপাতে শ্রমিকদের বেতন নির্ধারণ এবং সাপ্তাহিক ছুটি ও মাসিক ছুটি বেতনসহ তেল, সাবান ও টাকা প্রদান ও   কর্মরত অবস্থায় শ্রমিকদের নিরাপত্তা প্রদান করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনাজপুর জেলায় কর্মরত হোটেল কর্মচারীদের জীবনমান উন্নয়ন, শ্রমিক আইনের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠাসহ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল নিম্নের উল্লেখিত ৮ দফা দাবি আদায়ে বিগত ২৮-০৯-২০০৬ তারিখে তৎকালীন জেলা প্রশাসক তাহসিনুর রহমানের সভাপতিত্বে ত্রি-পাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে দাবিসমূহ পরিক্ষা-নিরীক্ষা করে একটি
প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়।

যে কমিটিতে আহবায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আর সদস্য হিসেবে ছিলেন পুলিশ সুপারের একজন প্রতিনিধি, একজন মালিক প্রতিনিধি, দুইজন শ্রমিক প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি একজন ও একজন লেবার ইন্সপেক্টর।

বিগত দিনগুলোতে বিদায়ী ফ্যাসিষ্ট সরকারের দোসর মালিক পক্ষের নেতৃত্বে ১৮ বছর ধরে আমাদের নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়নি এবং জেলা প্রশাসকদের পক্ষ হইতে ফাইল খুলে দেখার সময় হয়েছে কিনা বোধগম্য নয়। ৮ দফা দাবি পূরণ না হওয়ার দরুন হোটেল শ্রমিক আইনের চরম লঙ্ঘন এবং হোটেল শ্রমিকদের পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে দূর্বিসহ জীবন-যাপন করছে।

স্মারকলিপিতে পরিক্ষা-নিরীক্ষাপূর্বক প্রতিবেদন দাখিলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

স্মারকলিপি প্রদানের সময় জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলালসহ জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল