নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর কাকরাইলের মসজিদে অবস্থান নেয়ার উদ্দেশে হাজার হাজার তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীরা নগরীতে প্রবেশ করছে। শুক্রবার সকালে রাজধানী ও এর আশপাশ থেকে কাকরাইলের মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা।
এদিন সকালে সাড়ে ৮টার দিকে আগারগাঁও থেকে ফার্মগেট ও কাওরান বাজার হয়ে হাজার হাজার সাদপন্থীকে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায়। এ সময় তারা সারিবদ্ধ হয়ে হেঁটে মসজিদের দিকে যেতে থাকেন।
এদিকে সাদপন্থীরা আজ সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেয়ার পূর্বঘোষণা দিয়েছিলেন। ফলে ভোর থেকে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সময় জার্নাল/এলআর