আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতার উত্তেজনা বেড়ে চলছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে।
এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ইন্ডিয়া টুডে বলছে, মণিপুরের সাতটি জেলায় ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা, আসাম রাইফেলস ও রাজ্য পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ছয়জন নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর মণিপুরে উত্তেজনা আরও বেড়ে যায়। এসময় বিক্ষোভকারীরা তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়ি লক্ষ্য করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলার চেষ্টা করেছিল।
মূলত গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা বেশ অস্থিতিশীল। তবে গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে। কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়।
সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপরই নিখোঁজ হয়ে যায় ৮ মাসের শিশুসহ ৬ জন। অভিযোগ উঠেছিল অপহরণের। গত শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সময় জার্নাল/এলআর