আরমান হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা সংসদের আয়োজনে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ সকাল ১০ টায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গবেষণাবিষয়ক কর্মশালাটির প্রধান স্পিকার ছিলেন হাবিপ্রবি গবেষণা সংসদের উপদেষ্টা ফুড প্রসেস এন্ড প্রিজারভেশন বিভাগের প্রফেসর ড. মারুফ আহমেদ।
কর্মশালাটিতে রিসার্চের বেসিক বিষয়ে ধারণা দেওয়া হয়।রিসার্চের টপিক,কিভাবে লিখতে হবে,মেথডলজি কেমন হবে,রেজাল্ট ডিসকাশন কেমন হবে,রেফারেন্স কি হবে এবং কোন সফটওয়্যারগুলোর মাধ্যমে রিসার্চ করা যায় সেসব বিষয়ে বেসিক ধারণা দেওয়া হয়।
কর্মশালার বিষয়ে প্রফেসর ড.মারুফ আহমেদ বলেন,এই কর্মশালার মাধ্যমে হাবিপ্রবির শিক্ষার্থীরা গবেষণার প্রতি আগ্রহী হবে।অনেক শিক্ষার্থীরা গবেষণা করতে চায়।অনেকদিন ধরে শিক্ষার্থীরা গবেষণার জন্য একটা প্লাটফর্ম খুঁজছিল।
যারা গবেষণা সংসদ প্লাটফর্ম খুলেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নতুন শিক্ষার্থীরা যারা গবেষণা করতে চায় তারা এই প্লাটফর্মে সিনিয়রদের সহযোগিতায় খুব সহজেই একটা পথ খুঁজে পাবে।আমি মনে করি এই প্লাটফর্মের মাধ্যমে হাবিপ্রবির গবেষণার পরিবেশ আরো উন্নত হবে এবং শিক্ষার্থীরা আরো গবেষণামুখী হবে।
সময় জার্নাল/এলআর