সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের ১০০ তম দিন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই বিপ্লবের সাফল্য ও সীমাবদ্ধতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে বিপ্লব-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলের সঞ্চালনায় ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানীসহ আরও অনেকে আন্দোলন পরবর্তী সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, বিপ্লব পরবর্তী সময়ে আমরা এখনও লক্ষ্য করছি এই আন্দোলনে আহত-নিহতদের পরিবার ঠিকমতো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুতই এসকল পদক্ষেপ গ্রহণের জন্য।
এসময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখনও বহাল তবিয়তে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এই প্রশাসন এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসময় জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি৷
এর আগে গতকাল ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ ওসামার কবর জিয়ারত করে ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দহকুলা জামে মসজিদে জুম্মার নামায শেষে ওসামার আত্মার শান্তি কামনায় মুসল্লীদের মাঝে খাবার বিতরন শেষে কবর জিয়ারত করেন তারা।
সময় জার্নাল/এলআর