শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে পাবলিক প্রসিকিউটর নাগমা পারভীন জেবা'র নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন

রোববার, নভেম্বর ১৭, ২০২৪
দিনাজপুরে পাবলিক প্রসিকিউটর নাগমা পারভীন জেবা'র নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর নাগমা পারভীন জেবা'র নিয়োগ স্থগিতের দাবিতে দিনাজপুরে ফুসে উঠেছে। এরই অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট ও নতুন নিয়োগপ্রাপ্ত  জিপি-পিপিসহ অন্যান্য আইন কর্মকর্তারা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি দিয়েছে ও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

রবিবার (১৭ নবরম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের নেতৃবৃন্দ দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর নাগমা পারভীন জেবার নিয়োগ স্থগিতের দাবিতে দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি প্রদান করে। 

স্মারকলিপি প্রধান শেষে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
স্মারকলিপিতে তারা বলেন,  স্বাধীনতা উত্তর ৫২ বছরে দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। স্বৈরাচারের শাসন আমলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সে সময় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিচার বিভাগ পুরোপুরি ধ্বংস করে দেয়। বিচার বহির্ভূত হত্যা ক্রমান্বয়ে গণহত্যায় রূপ নেয়। এ ভাবে বিচারিক কার্যক্রম অকার্যকর হওয়াতে বিচার বিভাগ দলীয়করণ, গুম, খুন, আয়নাঘরের সৃষ্টি, আয়না ঘরে গুমকৃত ব্যক্তিদের হত্যা করায় দেশের সাধারণ জনগণের বিচার বিভাগের প্রতি আস্থা নষ্ট হয়ে যায়। রাষ্ট্রীয় অপরাধ দেশের প্রচলিত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকেই আইনি সহায়তা নিতে অনীহা পোষণ করে।

এ রুপ মানসিকতার কারণে দিন দিন অপরাধ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অধিকার লঙ্ঘনের পরিমানও বৃদ্ধি পায়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ তিব্র আন্দোলনেরমুখে গত ১৭ বছরের স্বৈরাচারী সরকারের ক্ষমতা থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়।  স্বৈরাচারী শাসক আওয়ামিলীগের মধ্যে বিভিন্নভাবে সরকার দলীয় কর্মীদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সম্পৃক্ত করার কারণে বিভিন্ন পর্যায়ে বহু মানুষকে দলীয় কার্য হাসিলের জন্য নিয়োগ করা হয়। তারই ধারাবাহিকতায পেশাজীবি সংগঠনগুলোকে দলীয় করণ করা হয়। 

স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর আইনজীবি সমিতির এ্যাডভোকেট নাগমা পারভীন জেবা একজন সুবিধাভোগী আইনজীবি। তার নিম্নলিখিত কার্যকলাপের মাধ্যমে স্বৈরাচারী ভাবাপন্ন স্পষ্ট প্রমানের মধ্যে রযেছে- বিগত দিনে দিনাজপুর জেলা আইনজীবি সমিতির বাৎসরিক নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান দেওয়া, ভোট দেওয়া, ভোটের মিছিলে অংশগ্রহণ, আওয়ামী আইনজীবি প্যানেলের পক্ষে ভোট চাওয়া, পরবর্তীতে সাবেক এমপি ইকবালুর রহিমের বাসভবনে স্বৈরাচারী দলের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ।
এছাড়া নাগমা পারভীন জেবা সরকারের দোসর হিসেবে জেলা পরিষদে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

স্বৈরাচারী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার প্রমানপত্র ছবি আকারে সংযুক্ত করা হয়েছে।
এসব কারণে দিনাজপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাগমা পারভীন জেবা'র পাবলিক প্রসিকিউটর হিসাবে যোগদান করতে না দেয়ার আহবান জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের সময় ও মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, সিনিয়র আইনজীবী নতুন নিয়োগপ্রাপ্ত জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নতুন নিয়োগপ্রাপ্ত পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী মোঃ ইমাম আলী, আইনুল হকসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী ও নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল