মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, সনাতনরা বাংলাদেশের নাগরিক। তারা সংখ্যালঘু নয়।
তারা আমাদেরই প্রতিবেশি। চৌদ্দগ্রামের ন্যায় সারাদেশে জামায়াত সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করে আসছে। এক কথায়-জামায়াত সাম্প্রদায়িক উসকানি বা দাঙ্গা পছন্দ করে না।
তিনি শনিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শহীদ সুরুজ মিয়ার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহীদ সুরুজ মিয়ার ছেলে হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাব উদ্দিন, মাওলানা এটিএম মাসুম, জগন্নাথ ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুল হক, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, সাবেক মেম্বার মোঃ ইউসুফ, ব্যবসায়ী জহির উদ্দিন রাসেল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা হাফেজ মোঃ আলী টিপু, জামায়াত নেতা মজিবুল ইসলাম, শহীদ আবদুল আজিজের মামা আনোয়ার হোসেন।
আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু নাছেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড জামায়াতের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি জনসভায় পরিণত হয়। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামবাসীর পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সময় জার্নাল/এলআর