আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫৮ জন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার এসে দাঁড়াল।
এদিকে গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহর লুট করা হয়েছে। শনিবার ওই ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ সোমবার এই তথ্য দিয়েছে।
ইউএনআরডব্লিউএর সিনিয়র ইমারজেন্সি অফিসার লুইস ওয়াটারিজ রয়টার্সকে বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে খাদ্যের ওই বহর নিয়ে আসছিল তাদের সংস্থা। খাদ্যবাহী এই বহরকে অল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত পেরিয়ে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তার পরই ওই লুটপাটের ঘটনা ঘটে।
গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিবিদ জোসেপ বোরেল। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইইউ সদস্যদের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক সংলাপ স্থগিতের প্রস্তাব দেওয়ার কথা বলেছেন তিনি।
ইসরায়েল ও ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার বৈরুতে যাচ্ছেন এক মার্কিন কর্মকর্তা। এবারের আলোচনায় বৈরুত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের আরও দুই সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা। এতে করে ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে।
অন্যদিকে হিজবুল্লাহর গণমাধ্যম সম্পর্কিত বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান থেকে চালানো বোমা হামলায় আফিফ নিহত হয়েছেন বলে হিজবুল্লাহ নিশ্চিত করেছে।
তানহা আজমী