নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে গতকাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেন মহাখালী অতিক্রম করার সময় শিক্ষার্থীরা ট্রেনটিকে থামতে সিগন্যাল দেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে শিক্ষার্থীদের ছোড়া ইট ও পাথর ছোড়েন। তাতে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়।
এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে নারী-শিশুসহ অনেকেই গুরুতর জখম ও রক্তাক্ত হয়। পরে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। আন্দোলনের কারণে সড়কপথও বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি দেন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেলক্রসিং থেকে আমতলী পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
তানহা আজমী