নিজস্ব প্রতিবেদকঃ
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কী না সে বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে একটা কমিটি গঠন করা হবে জানা গেছে। যারা ফিজিবিলিটি টেস্ট করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিতুমীর কলেজের শিক্ষার্থী আর এফ রায়হান এ তথ্য জানান। সেই কমিটি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হবে কিনা সে বিষয়ে প্রতিবেদন দিবে।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপ দেয়া খুব কঠিন। তবে উত্তরাঞ্চলে কোন বিশ্ববিদ্যালয় নাই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে ৭ টায় তিতুমীর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করবে 'তিতুমীর ঐক্য'।
এমআই