সাইফ ইব্রাহিম,ইবি প্রতিনিধি:
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রক্তদান কর্মসূচি ও গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের বটতলায় আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে দিনব্যাপী বিভিন্ন বিভাগের প্রায় ১৬ জন শিক্ষার্থী রক্তদান করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও প্রোগ্রামটির পরিচালক মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসান বলেন, 'বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদের আত্নার স্মরণে এ কর্মসূচির আয়োজন কয়া হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সকল ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই।
তানহা আজমী