আশিক মিয়া,চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ ।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় দিকে শহীদ জোবায়ের স্মৃতি পাঠাগার (২ নং গেইট, শাহী মসজিদের বিপরীতে) চবি শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইব্রাহীমের সঞ্চলনায় সভাপতি নাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
এই ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন নাহিদুল ইসলাম-সভাপতি-ইসলামিক স্টাডিজ(২০১৬-১৭), মুহাম্মাদ ইব্রাহীম- সেক্রেটারি-মার্কেটিং(২০১৫-১৬), মোহাম্মদ আলী-বাইতুল মাল (অর্থ) ও সংস্কৃতি সম্পাদক-ইসলামিক স্টাডিজ(২০১৭-১৮), মুহাম্মদ পারভেজ-অফিস সম্পাদক- ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স (২০১৭-১৮), হা. মুজাহিদুল ইসলাম- শিক্ষা সম্পাদক- ইসলামিক স্টাডিজ (২০১৮-১৯), হাবিবুল্লাহ খালেদ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক-ইসলামিক স্টাডিজ (২০১৮-১৯), রবিউল ইসলাম-সাহিত্য সম্পাদক- ইসলামের ইতিহাস (২০১৮-১৯), শরীফুল ইসলাম- প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক-ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স (২০১৭-১৮), এস এম ফাহিম- আইটি সম্পাদক- ইসলামিক স্টাডিজ (২০১৭-১৮), সাঈদ বিন হাবিব- প্রচার সম্পাদক-ইতিহাস(২০১৯-২০), আফনান হাসান ইমরান-ব্যবসায় শিক্ষা সম্পাদক-HRM (২০১৮-১৯), ইয়াসিন মুহা. মুজতাহিদ-স্কুল-কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ভূগোল (চ. ক) (২০১৭-১৮), ইসহাক ভূঁইয়া- ছাত্র আন্দোলন সম্পাদক -ইংরেজি(২০১৯-২০), দ্বীন ইসলাম-পাঠাগার সম্পাদক-রাজনীতি বিজ্ঞান (২০১৯-২০), আমির হোসাইন- বিজ্ঞান সম্পাদক- এপ্রাইড ক্যমেস্ট্রি-(২০১৮-১৯), মো. আব্দুল্লাহ- সহ মানবসম্পদ উন্নয়ন সম্পাদক- ইসলামিক স্টাডিজ (২০১৮-১৯), মোশারফ হোসেন সোহাদ- সহ. স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) কৃষি ইনস্টিটিউট (২০১৯-২০)
এসময় শিবিরের চবি শাখা সেক্রটারি মোহাম্মদ ইবরাহিম বলেন, আমরা প্রশাসনের নিকট পূর্বে ২৪ দফা দাবি পেশ করেছি তারমধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর যেগুলো বাস্তবায়ন হয়নি যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও আন্তর্জাতিক রেটিং বৃদ্ধি, সেশন জট মুক্ত করা, হলের সংস্কার এবং নতুন হল চালু করে দ্রুত হল এ্যালোটমেন্ট দেওয়া, বিশ্ববিদ্যালয় মেডিকেল কে আধুনিকায়ন করা, নিয়োগ বাণিজ্য ব্যপারে দ্রুত তদন্ত করার দাবি সহ সকল দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন জরার জোর দাবি জানাচ্ছি।
শিবিরের চবি শাখা সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করলে আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিবেন আমরা সংশোধন হব, বিশ্ববিদ্যালয়ে যেন সন্ত্রাসের রাজনীতি কায়েম না হয় সে জন্য ছাত্র শিবির কাজ করবে, মত প্রকাশের স্বাধীনতাসহ সকল যৈক্তিক আন্দোলনে ছাত্রশিবির শিক্ষার্থীদের সাথে পূর্বের ন্যায় সবসময় পাশে থাকবে।
তানহা আজমী