শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নিউ ইয়র্কের আদালতে গৌতম আদানি অভিযুক্ত

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
নিউ ইয়র্কের আদালতে গৌতম আদানি অভিযুক্ত

আদালত ডেস্ক:

ভারতের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে অভিযুক্ত হয়েছেন। উৎকোচের মাধ্যমে পরিচালিত হয়ে তিনি তার নিজের দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার জন্য তিনি অভিযুক্ত হয়েছেন।

নিরাপত্তা-সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইয়ার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে ৬২ বছর বয়সী গৌতম আদানির বিরুদ্ধে। অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি সেইসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এই পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটির ও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পেয়েছিলেন।

আদানি, তার ব্যবসা এবং প্রকল্পের সাথে সম্পৃক্ত আরো অনেক লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে যে তারা 'যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দূর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন' করতে চেয়েছিলেন।

আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবিদের তালিকা প্রকাশ করা হয়নি। তার কোম্পানি দ্য আদানি গ্রুপের নামে পাঠানো একটি ই-মেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে।

আদানি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ক্ষমতার কলকাঠি নাড়েন। ১৯৯০-এর দশকে কয়লার ব্যবসায় তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। আদানি গ্রুপ, প্রতিরক্ষার সাজসরঞ্জাম থেকে শুরু করে, রাস্তা নির্মাণ, এমনকি ভোজ্য তেল বিক্রিসহ ভারতীয় জীবনের বিভিন্ন দিকে সম্পৃক্ত থেকেছে।

সাম্প্রতিক বছরগুলোতে আদানি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বড় রকমের পদক্ষেপ গ্রহণ করেন। এতে তিনি টেকসই সমৃদ্ধির দর্শনকে তুলে ধরেন, যার প্রতিধ্বনি শোনা যায় তার এই শ্লোগানে- 'গ্রোথ উইথ গুডনেস।'

গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান আদানির বিরুদ্ধে এই অভিযোগ আনে যে তিনি ও তার কোম্পানি 'নির্লজ্জভাবে নিজ উদ্দেশ্য সাধনের জন্য স্টক ব্যবহার করেছেন” এবং 'হিসাবে জালিয়াতি' করেছেন। আদানি গ্রুপ এসব অভিযোগকে 'বিদ্বেষপ্রসূত এবং বাছাই করা কিছু ভিত্তিহীন অপতথ্যের সমন্বয়ে গঠিত বানোয়াট অভিযোগ' বলে অভিহিত করে।

যে প্রতিষ্ঠানটি নিয়ে প্রশান উঠছে সেটি হচ্ছে শর্ট সেলার। ওয়ালস্ট্রিটের টিম সেসব ব্যবসায়ীকে বলে, যারা বিশেষ কিছু স্টকের দাম কমিয়ে দেয়। তারা আদানি গোষ্ঠির ক্ষেত্রে এ ধরণের বিনিয়োগ করেছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল