সিয়াম,বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতার্কিকদের অন্যতম সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) ২০২৩-২০২৪ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং' বিভাগের শিক্ষার্থী রিশাদ নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরাতুল জান্নাত ঊষা।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম স্বাধীন বাংলা" বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের ৫৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি যূথী রানী, সিদ্দিকুর রহমান, রুবায়েত হোসেন, রিফাত, মাসুদ, জয়েন সেক্রেটারী গালিবা ইবনাত, গাজী আজম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মো. আবুল খায়ের জায়ীদ ।
এ ছাড়া দপ্তর সম্পাদক- মাহেদা তাইয়েবা, কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন সাবেরা বিনতে মুহতারিজ, সাদিয়া তাবাসসুম, ক্যাম্পাস অ্যাফেয়ার্স সেক্রেটারি আল আমিন সাদেক সায়েম, হাাসান আলী, আসিফ মহমুদ, নিম্মি আক্তার দায়িত্ব পালন করবেন।
মহিলা বিষয়ক সম্পাদক সাথী রায়, শামীমা আক্তার শিম, বিতর্ক গবেষণা সম্পাদক জুয়েল হক,মানব কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর মুয়াজ, আইটি সেক্রেটারি খাদিমুল সরদার, ডিবেট রিচার্জ সেক্রেটারি সীমান্ত চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম আক্তার, জীবন কুমার রায়, মাহফুজ রহমান সিয়াম, সায়মা আক্তার, প্রচার সম্পাদক প্রীতম দেব নাথ চিফ ওফ ইংলিশ ইয়িং কায়েম উদ্দিন, আবরার সামীন, জুনায়েত শেখ দায়িত্ব পেয়েছেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিআরইউডিএফ এর চীফ মডারেটর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একই বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম ভূইয়া, রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এল এম আজহারুল ইসলাম দুলাল এবং কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আশরাউল হকসহ সংগঠনের সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরাতুল জান্নাত ঊষা বলেন, দায়িত্ব অনেক বড়, তবে আমি কাজের মানুষ। কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করেই যেতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় এই লক্ষ্য অর্জন সম্ভব এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করা যাবে।
নবনির্বাচিত সভাপতি রিশাদ নূর বলেন, বিআরইউডিএফ আমার জীবনে একটি বিশেষ পরিচয় এনে দিয়েছে এবং সঠিক পথে চলার দীক্ষা দিয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতায় আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হব বলে বিশ্বাস করি। বিআরইউডিএফ ফলাফলে নয়, কর্মে বিশ্বাসী । আমরা মনে করি ট্রফির বড়াই করার চাইতে বিতার্কিক তৈরী করাই সাফল্য। আমার লক্ষ্য এবার এক বছরে ১০০ বিতার্কিক তৈরী করার।
উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত। বাকি পোস্ট গুলো আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্ধারণ করে।
সময় জার্নাল/এলআর