মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে টিআই খুরশিদের অবৈধ সম্পদের খোজে দুদক

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ফরিদপুরে টিআই খুরশিদের অবৈধ সম্পদের খোজে দুদক

ফরিদপুর প্রতিনিধি: 

গত ৫ ই আগষ্টের পর থেকে সারা দেশব্যাপী চলছে শুদ্ধি অভিযান ও সংস্কার । এরই ধারাবাহিকতায় ফরিদপুরে কর্মরত পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর খোরশেদ এর অবৈধ সম্পদ এর খোজে ফরিদপুর ও রাজবাড়ীতে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে দুদুক । বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের দুদকের ডিডি রতন কুমার দাস । 

বিভিন্ন অভিযোগের সুত্রে জানা যায়, টি আই খোরশেদ তার নিজ জেলা রাজবাড়ীর পাংশায় ও ফরিদপুরে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে জানা যায় ।

ফরিদপুরে তার কর্মজীবন শুরু ২০০৮ ইং সাল থেকে । প্রায় ৮ বছর চাকরি করার পরে ফরিদপুরে  ২০১৬ সালে টিআই হিসেবে প্রমোশন পেয়ে ফরিদপুরে ২০২১সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।  ২ বছর বিরতীর পরে আবার ২৩ সালে সে চলে আসে পুরাতন কর্মস্থল ফরিদপুরে । তিনি   চাকরি জীবনের তিন ভাগের দুই ভাগই ফরিদপুরে কাটিয়েছে সার্জেন্ট এবং টিআই হিসেবে  । 

 আলিপুরের রওশন খা সড়কে সরকারি জায়গা দখল করে রাজবাড়ীর লোক নিয়ে সমিতি করে ১২ তলা বিশিষ্ট রাজবাড়ি টাওয়ার তৈরি করেন , সেখানে  ৭ তালায় ও ৯ তলায় দুইটি ফ্লাট রয়েছে যার আনুমানিক মুল্য প্রায় ২ কোটি টাকা ।  

 শিকদার এন্টারপ্রাইজ নামে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের ঠিকাদারি লাইসেন্স তার নিজের , সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের আমলে  গোলাম মোস্তফা  নামক লোক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করিয়েছে খোরশেদ । 

 পাংশায় নিজের নামে রড সিমেন্টের দোকান রয়েছে , ঢাকার খিলক্ষেতে আসকোনা  হাজী ক্যাম্পের পাশে পাঁচ কাঠা জমি রয়েছে ,   ঢাকার মোহাম্মদপুর বছিলায় ২১০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট আছে ,  স্ত্রীর নামে রয়েছে  ঔষধের প্রতিষ্ঠান , পাংশায় নিজ গ্রামে তিন তলা বাড়ি এবং নিচে রয়েছে ৩০ টি দোকান যার  এর মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা , পাংশায় রয়েছে একশত বিঘার উপরে জমি নাম বেনামে ।   

ফরিদপুর শহরের সমস্ত স্ট্যান্ড থেকে  (বাস ট্রাক পিকআপ মাইক্রোবাস মাহেন্দ্র সিএনজি লেগুনা অটোরিকশা)  থেকে প্রতিমাসে কমপক্ষে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা আদায় করে এক  সার্জেন্ট এর মাধ্যমে । 

টি আই খোরশেদের অভিযোগের ব্যাপারে ফরিদপুরের দুদকের ডিডি ( তদন্তকারী কর্মকর্তা ) রতন কুমার দাস জানান ,  টি আই খোরশেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধানী তদন্ত চলছে । তদন্ত শেষ না হবার পর্যন্ত কোন কিছু বলা যাবে না , তদন্ত পূর্বক পরবর্তীতে অনুসন্ধানের বিষয়ে জানানো হবে ।   

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল