সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:
'মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি' প্রতিপাদ্যে মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদক বিরোধী সচেতনতামূলক সভা আয়োজিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ও বাকৃবির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই সভা আয়োজিত হয়।
সভায় বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক, বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম ও বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের কনভেনর ড. মো. রুহুল আমিন।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম।
বিশেষ আলোচক মো. আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, পরিবর্তিত সময়ে বাংলাদেশে সকলের দায়িত্ব অনেক পরিমাণে বেড়ে গেছে। বর্তমান বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মাদক বিস্তারের প্রত্যেক উদ্যোগকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। মাদকাসক্তি নিরসনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে মাদকের কুফল সম্পর্কে সকলকে অবহিত করবে এই আশা ব্যক্ত করছি।
মুখ্য আলোচক ডিআইজি ড. মো. আশরাফুর রহমান তার আলোচনায় বলেন, বাংলাদেশে প্রায় ৭৩ লক্ষ মানুষ মাদকাসক্ত। মাদকসক্তের ৪৮ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী। কিশোর ও তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।
বিশ্ববিদ্যালয়ের মতো একটি সুন্দর প্রাঙ্গনে মাদকের মতো একটি ভয়ংকর বিষয় থাকতে পারে না। মাদকের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিছক আনন্দ ও কৌতূহল, সঙ্গদোষ, হতাশা প্রভৃতি পরিলক্ষিত হয়েছে। মাদকাসক্তির পরিনতি অকালমৃত্যু। বাংলাদেশের মানুষ যেনো মাদকাসক্ত না হয়, তাই মাদকাসক্ত নিরসনে এবং সোনার বাংলা নির্মাণে সচেতন জনগোষ্ঠীর সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ সকলেই মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
সময় জার্নাল/এলআর