সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রেসিডেন্ট'স রোভার স্কাউট সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ওই বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়। এসময় প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার মো. রবিউল ইসলামকে সংবর্ধনা ও ইউনিটের লোগো খচিত স্যুট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, স্কাউট'স কাউন্সিলের সভাপতি ও বাকৃবি স্কাউট লিডার অধ্যাপক সাদেকা হক এবং গ্রুপ রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক ড. মোহাম্মদ জহিরুল আলম। এছাড়াও বাকৃবি রোভার স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক বলেন, আমাদের জুলাই আগস্টের যে সংগ্রাম ছিল সেখানে ৯ জন রোভার স্কাউট শহীদ হয়েছেন এই বিষয়টি আমাকে গর্বিত করেছে, আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। রোভাররা অন্য কাজকর্মে যেমন সেরা তেমনি পড়াশোনাতেও সেরা।
অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনও এই সংগঠন গুলো ছিল কিন্তু এতো ব্যাপকতা ছিল না। রোভার স্কাউট খুবই ডিসিপ্লিন বিশিষ্ট সংগঠন। বিভিন্ন দুর্যোগে তাদের নিরলস পরিশ্রম আমরা দেখেছি।
আপনারা বেশি সংখ্যক সদস্য বৃদ্ধি করুন। এ ধরনের সংগঠন যত বৃদ্ধি পাবে ততো দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গল। তোমরা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে। কাজ করবে তোমাদের উপর এই প্রত্যাশা আমাদের।
সময় জার্নাল/এলআর