নিজস্ব প্রতিবেদক:
পৃথিবীর বিভিন্ন মঞ্চ আলোকিত করে এবার ঢাকায় সুরের মূর্ছনায় মাতালেন রেহানা রহমান। রেহানা রহমান বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত নজরুল সংগীত ও আধুনিক সংগীত চর্চা করলেও এদিন নজরুলের পাশাপাশি ওস্তাদ গোলাম আলী খানের গজল, গান ও কাওয়ালীতে মাতান দর্শকদের।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফোরাম ফোর্টির আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সন্ধ্যা ৬টায় বসে তার এই গানের আসর। অনুষ্ঠানে সংগীতপ্রেমীদের অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘন্টা তার সংগীতের মূর্ছনায় আনন্দিত হন শ্রোতারা।
পুরোনো দিনের বৈঠকি ধাঁচের এ আয়োজনে মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা। হারমোনিয়াম, তবলা, সেতার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে রেহানা রহমানের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
ফোরামের পথচলা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শিল্পী রেহানা রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান ফোরামের আহবায়ক প্রচ্ছদ চৌধুরি। শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের উপদেষ্টা সায়মা তালুকদারসহ অন্যরা।
'এই সুন্দর শ্বর্নালী সন্ধ্যায়' গানের মধ্যে শুরু হয় সুরের মূর্ছনা। 'ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা', এরপর কাজী নজরুল ইসলামের গান, 'অনেক বৃষ্টি ঝরে তুমি এলে', গজল এভাবে একের পর এক পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করে চলেন রেহানা রহমান। আনন্দ ভালোবাসার পরশ পান সঙ্গীতের কথায় সুরমূর্ছনার ইতি টানেন কাওয়ালীর মাধ্যমে।
উপস্থিত অতিথিরা জানান, অনেকদিন পর ঢাকায় এমন গানের আসর উপভোগ করতে পেরেছেন তারা। প্রশংসায় ভাসান রেহনা রহমানকে।
অনুষ্ঠানের বিষয়ে শিল্পী রেহানা রহমান বলেন, আজকের ঢাকায় অনেক জ্যাম। এর মাঝেও এত অতিথিরা এসেছেন গান শুনতে, আমি আপ্লুত। চেষ্টা করেছি কিছু সঙ্গীত পরিবেশন করার আশা করি অতিথিরা উপভোগ করেছেন।
এমআই