ক্যাম্পাস প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়ে গেলেও বিভাগে এখনো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে অন্য বিভাগ থেকে শিক্ষকেরা এই বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।
এ ছাড়া এই বিভাগের জন্য কোনো অবকাঠামোও বরাদ্দ দেয়নি প্রশাসন। ফলে দর্শন বিভাগের একটি কক্ষে ক্লাস করছেন শিক্ষার্থীরা; সেটিও আবার কক্ষটি খালি থাকা সাপেক্ষে।
সদ্য ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। বিভাগে শিক্ষক না থাকায় তাঁরা অনেকটাই অভিভাবকহীন। নিজেদের কোনো কক্ষ না থাকায় অনেকটাই ঠিকানাহীন।
শিক্ষক ছাড়া একটি বিভাগের শিক্ষা কার্যক্রম চালু হওয়া অনিয়ম বলে মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশেষায়িত শিক্ষার জন্য। কিন্তু যদি বিশেষায়িত শিক্ষক ছাড়া কুড়িয়ে আনা শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো হয়, তাহলে বিভাগ খোলার উদ্দেশ্য সফল হয় না। শিক্ষক ছাড়াই পাঠদান কার্যক্রম চালু করা শিক্ষার্থীদের সঙ্গে উপযুক্ত আচরণ নয়। শিক্ষক নিয়োগের আগেই শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু হওয়া ঘোড়ার আগে গাড়ি বাঁধার মতো অবস্থা।
টিএ