শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী মেলা। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৫ ও ২৬ নভেম্বর ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে এটি অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে তার লক্ষ্যে এগিয়ে নিতে আমরা কাজ করছি। শিক্ষা ও গবেষণায় উন্নতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার। বিশ্ববিদ্যালয়ের দিবসে আমরা প্রতিজ্ঞা করবো, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নই হবে আমাদের একমাত্র স্বার্থ। এসময় শিক্ষা ও গবেষণা প্রদর্শনী মেলাকে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেন তিনি।  

দুই দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগ ও একটি ইনস্টিটিউট তাদের উল্লেখযোগ্য উদ্ভাবন, গবেষণা ও প্রকাশনা তুলে ধরে। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা ২০০ এর অধিক উল্লেখযোগ্য বই, প্রায় ৮০টি বিশেষ জার্নাল ও ১০০ এর অধিক গবেষণাপত্র প্রদর্শন ও উপস্থাপন করা হয়। এছাড়া প্রকৌশল বিভাগগুলো ২৫টি গবেষণা প্রজেক্ট প্রদর্শন করে।

বাস্তব জীবনে ইলেকট্রনিকস এর গুরুত্ব উপলব্ধি করা এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগও উক্ত মেলায় অংশ নেয়। বিভাগের শিক্ষক ড. হুমায়ুন কবির ও নাসির উদ্দিনের পরিচালনায় বিভাগটি মেলায় তাদের প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করে। তাদের স্টলে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় ৩০টিরও অধিক উল্লেখযোগ্য গবেষণাপত্র প্রদর্শন করা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণার উপর ভিত্তি করে বিভাগটির বিএসসি (ইঞ্জি:) ও এমএসসি (ইঞ্জি:) শিক্ষার্থীদের তৈরি ১২টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। এছাড়াও ডকুমেন্টরি প্রদর্শন ও পোস্টারিংয়ের মাধ্যমে ফ্যাকাল্টিগণ, বিভাগের পরিচিতি ও প্রকাশনাগুলো তুলে ধরেন তারা।

বিভাগটির প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে আইওটি বেইসড এয়ার পিউরিফায়ার, স্মার্ট হোম অটোমেশন, আরএফআইডি লকিং সিস্টেম, অটোমেটেড ফায়ার ইস্টিঙ্গুইশার ও স্মার্ট সুইচিং সিস্টেম উল্লেখযোগ্য।

বিভাগটির শিক্ষক ড. হুমায়ুন কবির বলেন, মেলায় ইইই বিভাগের স্টলে বিভাগের গবেষণা প্রবন্ধসহ শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও গবেষণামূলক প্রকল্পগুলো প্রদর্শন করেছে। এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের পঠিত তত্ত্বীয় বিষয়ের ব্যবহারিক প্রয়োগের জ্ঞানকে সমৃদ্ধ করে। এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই।

এদিকে দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিলো বাড়তি উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, প্রদর্শনীতে নিজ বিভাগের গবেষণাক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জেনেছি। গবেষণা এবং উদ্ভাবনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে এমন আয়োজনের ধারা অব্যাহত রাখা উচিৎ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল