মুরাদ হোসেনঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে 'সমাজবিজ্ঞান ক্লাব' গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনে সমাজবিজ্ঞান বিভাগের ক্লাস রুমে কমিটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রথমবারের মতো গঠিত এ কমিটিতে সহ সভাপতি পদে মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক পদে সজীব ইসলাম নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল জেনিথ।
'সমাজবিজ্ঞান ক্লাব' উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রশিদ, সহযোগী অধ্যাপক সাবরিনা মোস্তাফিজ, লেকচারার ফারহানা কামাল এবং ইশরাত জাহান ইভা।
জানা গেছে, নির্বাচনে দায়িত্ব পালন করেছেন বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী আবু রাহাত মজুমদার, ১৮ তম ব্যাচের শিক্ষার্থী মনিরুল হাসান রুবেল, হাসান কুরায়েশী কানন, ১৯ তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় মজুমদার, ওমর ফারুক তুহিন সহ অন্যান্য শিক্ষার্থীরা।
বাকি পদগুলোর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা, রেজিস্ট্রার সুদীপ্ত বর্মণ, সহকারী রেজিস্ট্রার মো. হিমেন আলী ও মো. আব্দুর রাজ্জাক সৈকত, সহযোগী রেজিস্ট্রার মো. জাহিদ হাসান, নির্মাতা সম্পাদক মহানদা বর্মণ, প্রকাশনা সম্পাদক মো. কামরুল হাসান রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া ইসলাম বাঁধন, কর্মশালা এবং সেমিনার বিষয়ক সম্পাদক লেখা রয়, সহকারী কর্মশালা এবং সেমিনার বিষয়ক সম্পাদক হামিমা তুস সাদিয়া, আইটি বিষয়ক সম্পাদক মো. সাব্বির কালাম, সহকারী আইটি সম্পাদক এইচএম আবু জুবায়ের, খেলাধুলা সম্পাদক মো. আবদুল্লাহ এবং সহকারী খেলাধুলা সম্পাদক হিসেবে মো. মিজু আহমেদ নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান হাসান জামিল জেনিথ বলেন, 'সমাজবিজ্ঞান ক্লাব' আমরা একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যে কারণে সবার অংশগ্রহণমূলক ভোটিং নিশ্চিতের জন্য অনলাইন ভোটিং এর আয়োজন করা হয়েছিল। আমি আশাকরি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানোন্নয়নে 'সমাজবিজ্ঞান ক্লাব' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুভূতি জানিয়ে নতুন কমিটির সহ সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, সমাজবিজ্ঞান ক্লাবের প্রথম কমিটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। একটি নতুন ক্লাব হিসেবে আমাদের লক্ষ্য হবে বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের চেষ্টা করা ও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা, আলোচনা এবং সমাধানের পথ খুঁজে বের করা। আমাদের ক্লাব হবে জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং সমাজ উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল সদস্যের অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টায় আমরা সফলভাবে ক্লাবের লক্ষ্য পূরণ করতে পারব।
এমআই