টিআই তারেক, যশোর :
দেশদ্রোহী, সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যদের কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাংচুর ও এড.সাইফুল ইসলাম আলিফ কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ ২৭ নভেম্বর বুধবার যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ইসকনকে সাবেক ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি, সন্ত্রাসী সংগঠন উল্লেখ করেন এবং এই সংগঠণকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে।
তারই অংশ হিসেবে বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক সংগঠন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে। আমরা লক্ষ্য করছি এসব সংগঠনের সমাবেশে স্বৈরাচার সদস্যরা বিভিন্নবেশে যোগ দিচ্ছে। এবং বিভিন্নভাবে বিশৃংখলা করার চেষ্টা করছে। সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন সদস্যরা চট্টগ্রামে আমাদের ভাই এড. সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে।
বক্তারা আরও বলেন, আমরা আইনের শাসনে বিশ^াসী। আইনগতভাবে যেন এর প্রতিকার হয়। যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করা হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে আদালত বর্জনসহ আরও কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এড. নজরুল ইসলাম, এড. সৈয়দ সাবেরুল হক সাবু, এড. এম এ গফুর, এড রোকনুজ্জামান প্রমুখ।
সময় জার্নাল/এলআর