নিজস্ব প্রতিবেদক:
সংকটাপন্ন ছয় ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে। আগামী রোববার থেকেই এসব ব্যাংক আমানতকারীদের টাকা দিতে পারবে।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর এ কথা জানান।
গভর্নর বলেন, 'আমরা টাকা না ছাপানোর যে সিদ্ধান্ত আগে নিয়েছিলাম সেখান থেকে ফিরে এসেছি।'
'এসব ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান, সেই চিন্তা থেকেই টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা দিচ্ছে,' বলেন তিনি। তবে সব আমানতকারী একসাথে টাকা তুলে নিলে বিশ্বের কোনো ব্যাংকই টিকতে পারে না– একথাও স্মরণ করিয়ে দেন তিনি।
আহসান এইচ মনসুর আরও বলেন, 'আমরা স্বল্প সময়ের জন্য টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছি। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে।'
তারল্য–সহায়তা পাওয়া ছয় ব্যাংক হচ্ছে—ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
এমআই