এম,পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বাগেরহাটের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমদসহ জেলার কৃতী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মিস মিরোনা, ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন রেগুলেশন বাহরাইনে বাংলাদেশ দলের ভারোত্তোলন কোচ বিশ্বাস আনিছুর রহমান, বাহরাইনে বাংলাদেশ দলের ভারোত্তোলন খেলোয়াড় বাকী বিল্লাহসহ ৯ জনকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
এ সময় জেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেন জেলা প্রশাসক। তিনি বলেন, কৃতী খেলোয়াড়রা শুধু বাগেরহাটের নয়, দেশের মুখ উজ্জ্বল করেছেন। ভবিষ্যতেও যেসব খেলোয়াড় ভালো করবেন, তাদের সম্মানিত করা হবে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে কৃতী খেলোয়াড়দের জেলার খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
তানহা আজমী