সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

দ্রুত ছাত্র সংসদ প্রতিষ্ঠা সহ ১১০ দাবি ইবি ছাত্রশিবিরের

শনিবার, নভেম্বর ৩০, ২০২৪
দ্রুত ছাত্র সংসদ প্রতিষ্ঠা সহ ১১০ দাবি ইবি ছাত্রশিবিরের

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:

জুলাই বিপ্লবোত্তর ক্যাম্পাস সংস্কারে দ্রুত ছাত্র সংসদ প্রতিষ্ঠা সহ প্রশাসনের কাছে শতাধিক প্রস্তাবনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কাছে লিখিত আকারে প্রস্তাবনা পেশ করে সংগঠনটি।

পরে দুপুর দেড়টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে প্রেস ব্রিফিংয়ে তারা গণমাধ্যমের কাছে প্রস্তাবনাগুলো তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি এইচ এম আবু মুসা, সেক্রেটারি মাহমুদুল হাসান ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

সংঠনটির ক্যাম্পাস সংস্কার প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ২৪টি ক্যাটাগরিতে ১১০টি দাবি জানানো হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- দ্রুত ছাত্র সংসদ প্রতিষ্ঠা, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সাথে জাড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ ও আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, হল পরিচালনা ও সিট বন্টন রাজনৈতিক প্রভাবমুক্তকরণ, ডোপ টেস্টের মাধ্যমে আবাসন নিশ্চিতকরণ, মাদক বিরোধী সেল তৈরী, সকল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

এছাড়া সতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা, শিক্ষার্থীদের কর্তৃক শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থা ও বেস্ট টিচার অ্যাওয়ার্ড প্রদান, সকল বিভাগে ছাত্রীদের জন্য কমন রুম ও নামাজের ব্যবস্থা করা, গ্রন্থাগারের সুবিধা বৃদ্ধি ও জব এইড কর্নার চালু, শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড প্রদান, রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা ও রিসার্চ ফেয়ারের আয়োজন, ক্যাম্পাস হতে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত রেল সেবা বাস্তবায়ন, দুপুরে নামাজের জন্য শ্রেণিকার্যক্রমে এক ঘন্টা বিরতি এবং প্রক্টর, ছাত্র-উপদেষ্টাসহ নিরাপত্তাসংশ্লিষ্টদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান নিশ্চিতকরণ।

ইবি শাখা শিবির সভাপতি এইচ এম আবু মুসা বলেন, জুলাই বিপ্লবে মহান শহীদদের আত্মদান ও মূল্যবোধকে ধারণ করে নিরাপদ, আধুনিক ও নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে উপযুক্ত সংস্কার প্রস্তাবনা প্রদান করা হয়েছে। অন্যান্য ছাত্রসংঠনের মতো এটি গতানুগতিক হবে না। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সাংগঠনিকভাবে প্রশাসনের কাছে নিয়মিত পর্যালোচনার চেষ্টা করবো। যেখানে যেভাবে প্রশাসনকে সহযোগিতা করা দরকার সেটা আমরা করবো।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দাবিগুলো যৌক্তিক। আমরা কাজ করছি, ক্রমান্বয়ে সকল দাবি নিয়ে কাজ করবো।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল