মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস মাঝির মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, কামাল মাঝি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক।
বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস ২৮ নভেম্বর সকালে বরিশালের বাসায় ইন্তেকাল করেন।
সময় জার্নাল/এলআর