বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে নোবিপ্রবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে নোবিপ্রবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউছার আহমেদ,নোবিপ্রবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ০৯ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. নিজাম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আগামী ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ, সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্যাকাল্টি থেকে দেয়ালিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত আয়োজক কমিটির সভার সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদকে ৩টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে ১টি, ব্যবসায় শিক্ষা অনুষদকে ১টি, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদকে ১টি, আইন ও শিক্ষা বিজ্ঞান অনুষদকে যৌথভাবে ১টি এবং দু'টি ইনস্টিটিউটকে যৌথভাবে ১টি দেয়ালিকা প্রকাশের উদ্যোগ নিতে বলা হয়েছে। যথাসময়ে দেয়ালিকা প্রকাশ করে স্ব স্ব ফ্যাকাল্টি ও ইনস্টিটিউটে রাখা যেতে পারে যা উপাচার্য মহোদয় উদ্বোধন করবেন। দেয়ালিকায় যা অন্তর্ভুক্ত করা যাবে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণমূলক লেখা, কবিতা, ছড়া, ছোটগল্প, প্যারোড়ি, প্রোগান, কার্টুন, আলোকচিত্র ও গ্রাফিতি ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল