মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তুলে ধরেছেন তাদের নানা সমস্যা ও দাবিদাওয়া।
গত ২৫ নভেম্বর হাবিপ্রবি'র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া এবং নাইজেরিয়ার শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন।
তাদের মধ্যে অন্যতম দাবি হলো ভিসা সহজীকরণ, যা পড়াশোনায় তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
বিদেশি শিক্ষার্থীরা জানান, ভিসা নবায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ, যা তাদের পড়াশোনায় ব্যাপক প্রভাব ফেলে। তারা মনে করেন, এই প্রক্রিয়াটি সহজ হলে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া সম্ভব হবে। নাইজেরিয়ার এক শিক্ষার্থী বলেন, ভিসা প্রসেস খুব সময়সাপেক্ষ এবং জটিল। এই জটিলতা কমানো হলে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবো।”
এছাড়া, তারা ডীনবৃত্তি, হলের সিট রেন্ট কমানো, এবং আবাসন সুবিধা উন্নত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশের শিক্ষার্থীরা যেভাবে এই সুবিধাগুলো পাচ্ছেন, তেমনি বিদেশি শিক্ষার্থীদেরও এই সুযোগ পেতে হবে।
এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, " ভিসার জটিলতার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, তারপরও এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, যেন দুই দেশের সরকার আলোচনা করে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে।"
সময় জার্নাল/এলআর