স্পোর্টস ডেস্ক:
কিংস্টন সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০১ রানে। যে জয়ে দুই টেস্টের সিরিজে ১-১ সমতা তো হলোই, সেই সঙ্গে ঘুচল ১৫ বছর আর ৭ টেস্ট পর আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ অপেক্ষাও।
জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্ক থেকে হাজার মাইল দূরের বাংলাদেশের জন্য এমন আনন্দময় ভোর এনে দিলেন মেহেদী হাসান মিরাজরা।
অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হেরে যাওয়া বাংলাদেশ যে দ্বিতীয় টেস্টে জিতে যেতে পারে, সেটি অনেকটা স্পষ্ট হয়ে উঠেছিল ম্যাচের তৃতীয় দিনেই। প্রথম ইনিংসে পাওয়া ১৮ রানের লিডকে সঙ্গী করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান তুলে দিন শেষে এগিয়ে গিয়েছিল ২১১ রানে।
আজ ম্যাচের চতুর্থ দিনের সকালে এই লিডটাই পৌঁছে যায় ২৮৬ রানে, যেখানে বড় অবদান জাকের আলীর। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯১ রান করে জাকেরই বোলারদের দিয়ে যান ক্যারিবীয়দের চেপে ধরার ভালো পুঁজি। আর সেটিই দারুণভাবে কাজে লাগিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, সঙ্গ দিয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
তানহা আজমী