শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহর কোনগুলো

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহর কোনগুলো

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কেটিং কনসালটেন্সি রেজোনেন্স এবং মার্কেট রিসার্চ কোম্পানি ইপসোসের সহযোগিতায় ২০২৫ সালের ‘বিশ্বের সেরা শহর’ -এর তালিকাটি তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে বসবাসযোগ্যতা, পছন্দনীয়তা এবং সমৃদ্ধি এই তিন ক্যাটাগরিতে শহরগুলোকে নাম্বার দেওয়া হয়েছে। এরপর সবগুলো ক্যাটাগরিতে পাওয়া নাম্বর মিলিয়ে মোট স্কোর তৈরি করা হয়েছে।

লন্ডন টানা দশম বছরের মতো গত ২০ নভেম্বর প্রকাশিত ২০২৫ সালে বিশ্বের সেরা শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে।প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ

সম্প্রতি ২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহরগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। মার্কেটিং কনসালটেন্সি রেজোনেন্স এবং মার্কেট রিসার্চ কোম্পানি ইপসোসের সহযোগিতায় ২০২৫ সালের 'বিশ্বের সেরা শহর' -এর তালিকাটি তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনে বসবাসযোগ্যতা, পছন্দনীয়তা এবং সমৃদ্ধি এই তিন ক্যাটাগরিতে শহরগুলোকে নাম্বার দেওয়া হয়েছে। এরপর সবগুলো ক্যাটাগরিতে পাওয়া নাম্বর মিলিয়ে মোট স্কোর তৈরি করা হয়েছে।

অন্যান্য তথ্যের পাশাপাশি এতে ৩০টি দেশের ২২ হাজার মানুষের ওপর চালানো একটি জরিপও অন্তর্ভুক্ত রয়েছে।


এই র‍্যাংকিংয়ে ২৭০টিরও বেশি বৃহত্তম শহরের মধ্যে লন্ডনকে বিশ্বের সেরা বা মানুষের সবচেয়ে পছন্দের শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে আমরা এখানে র‍্যাংকিংয়ের 'পছন্দনীয়তা'-বৈশিষ্ট্যটির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, যার মাধ্যমে একটি শহরের সংস্কৃতি, দর্শনীয় স্থান, নাইটলাইফ, খাবার প্রভৃতির জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতি প্রকাশ পায়।

শীর্ষ ১০ 'সবচেয়ে পছন্দের' শহরের তালিকার মধ্যে ৬টি শহর পশ্চিম ইউরোপে অবস্থিত।

বিশ্ববিখ্যাত মিউজিয়াম এবং নাইট লাইফের জন্য ২০২৫ সালের সেরা শহর হিসেবে সবার উপরে উঠে এসেছে লন্ডনের নাম।

দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিস, শপিং এবং দর্শনীয় স্থানের জন্য শহরটি বেশি নাম্বার পেয়েছে।

বিশ্বের তৃতীয় সর্বাধিক পছন্দের শহর নিউ ইয়র্ক। অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য, দৃষ্টিনন্দন স্থাপনা এবং খাবারের জন্য শহরটি র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে ঠাই পেয়েছে।

রেস্তোরাঁ ও শপিংমলের কল্যাণে টোকিও তারিকার চার নম্বরে রয়েছে, অন্যদিকে পাঁচ নম্বরে থাকা রোমের প্রতিটি রাস্তার কোণে রয়েছে সহস্রাব্দের ইতিহাস।

ছয় নম্বরে থাকা বার্সেলোনা রোদ, সৈকত, অসাধারণ স্থাপত্য এবং প্রাণবন্ত নাইটলাইফের জন্য পরিচিত এবং তালিকার সপ্তম স্থানে থাকা স্পেনের মাদ্রিদ তার পার্ক এবং খোলামেলা পরিবেশের জন্য জনপ্রিয়।

আট নম্বরে থাকা দুবাই বিশ্বব্যাপী একটি খেলার মাঠ হিসেবে তার অবস্থান নিশ্চিত করেছে এবং নবম স্থানে থাকা বার্লিন আধুনিকতা এবং জনপ্রিয় স্টাইলের জন্য পরিচিত।

সবশেষে রয়েছে সিঙ্গাপুর। রাস্তার স্টল থেকে শুরু করে ফাইন ডাইনিং পর্যন্ত সবত্র অবিশ্বাস্য দারুণভাবে খাবার পরিবেশ, স্টাইল, শপিং এবং নগর পরিকল্পনা শহরটি মানুষের কাছে পছন্দনীয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল