স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আসরটির সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের সাত উইকেটে হারিয়েছে আজিজুল হাকিমের দল। ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ের পর আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে বাংলাদেশ যুব দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে দলটি।
পাকিস্তানের বিপক্ষে স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আলী রেজার বলে ফারহান ইউসুফের তালুবন্দি হয়ে ফিরে যান কালাম সিদ্দিকি। ১৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
এর এক ওভার পর ফিরে যান জাওয়াদ আবরারও। আব্দুল সোবহানের বলে ফিরে যাওয়ার আগে তিনি করেন ১৭ রান। দুই ওপেনারের বিদায়ের পর মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন আজিজুল হাকিম।
নাভিদ আহমেদের বলে শিহাব জেমস ফিরে গেলে এই জুটি ভাঙে। ফেরার আগে ৩৬ বলে ২৬ রান করেন জেমস। তারপর আজিজুল হাকিম এবং রিজান হোসেনের ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
৪২ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। ১৭ বলে পাঁচ রানে অপরাজিত থাকেন রিজান। মাত্র ২২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মাঠে নামতেই শুরু হয় টাইগার যুবাদের বোলিং তোপ। প্রথম ওভারেই উইকেট তুলে নেন মারুফ মৃধা। পাকিস্তানের দলীয় দুই রানে আউট করেন ওপেনার উসমান খানকে। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে সাজঘরের পথ দেখান এই পেসার।
তারপর সাইদ বেগ আর মোহাম্মদ রিয়াজউল্লাহর ব্যাটে কিছুটা সময়ের জন্য ঘুরে দাঁড়ায় পাকিস্তানের যুবারা। তাদের দুজনকেই ফেরান পেসার ইকবাল হোসেন ইমন। ১৮ রানে সাইদ বেগ ফিরলে তাদের ৪৭ রানের জুটি ভাঙে, স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে।
ব্যক্তিগত ২৮ রানে আউট রিয়াজউল্লাহ। তারপর দ্রুত বাকিদের আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের যুবারা। ৩৭ ওভারের মধ্যে অলআউট হয় পাকিস্তানের যুবারা। ১১৬ রানের বেশি করতে পারেনি তারা।
শেষদিকে ফারহান ইউসুফের ৩২ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩২ রানের ইনিংসেই মূলত একশ পার করেছে দলটি। ২৪ রানে চারটি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। ২৩ রান খরচায় দুই উইকেট নেন আরেক পেসার মারুফ মৃধা।
এমআই