শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ (৬ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা করলেও আজকের 'ভারতীয় আগ্রাসন বিরোধী' অনুষ্ঠানে খিচুড়ি ভোজের অনুমতি দিয়েছে প্রশাসন। তবে, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের অনুমতি দেয়নি।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নিয়ে এক মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'আয়োজন করা এতগুলো খাবার নষ্ট হবে ভেবে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে শুধু ভোজের অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।'
এদিকে, 'ভারতীয় আগ্রাসন বিরোধী' অনুষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে দাবিতে প্রচার করা হলেও সার্বিক তত্ত্বাবধানে সমন্বয়কদের থাকতে দেখা যায়।
এ নিয়ে আয়োজক এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অন্যতম একজন জান্নাতুল ইভা বলেন, 'এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই হচ্ছে।'
এমআই