জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৮ম বারের মতো শুরু হতে যাচ্ছে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। আগামী ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার ( ৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হাল্ট প্রাইজের ক্যাম্পাস পরিচালক প্রান্ত বড়ুয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ৪টি ধাপে হাল্ট প্রাইজ প্রতিযোগিতাটি আয়োজিত হয়ে থাকে। ধাপগুলো হচ্ছে - ১. অন ক্যাম্পাস রাউন্ড, ২.রিজিওনাল সামিট, ৩. অ্যাক্কসিলারেটর, ৪. গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস প্রোগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল মোট চারটি ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ধাপ গুলো হচ্ছে- ১.টীম ফরমেশন, ২. এবস্ট্রাকট সাবমিশন, ৩.এলোভেটর পীচ, ৪.ফাইনাল প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্ব।
এসময় তিনি আরো জানান, অন ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী দলের মধ্যে সেরা ৩০ টি দল সেমিফাইনাল রাউন্ডে এবং সেখান থেকে ৬টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। ৬ টি দলের মধ্যে সেরা ৩ টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হবে। সেরা ৩ দলের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার। অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি সুযোগ পাবে গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তবায়ের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার।
সংবাদ সম্মেলনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মুনিমুল হক বলেন, বর্তমান সময়ে ৩০ লাখ শিক্ষিত বেকার আছে। প্রতিবছর লাখ লাখ শিক্ষিত বেকার বের হচ্ছে। বেসরকারি চাকরিতে সকলকে চাকুরী দেওয়া সম্ভব না। তাই বেকারত্ব থেকে মুক্ত হওয়ার অন্যতম মাধ্যমে উদ্যেক্তা। ১ জন উদ্যেক্তা অধিকাংশ বেকার ব্যাক্তির জীবনকে পরিবর্তন করতে পারে। হাল্ট প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ এবং ক্যারিয়ার কাউন্সিলিং ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ উদ্দ্যোগে হাল্ট প্রাইজ প্রতিযোগীতা অনুষ্টিত হবে। আগামী ৯ ডিসেম্বর থেকে হাল্ট প্রাইজ প্রতিযোগীতার রেজিষ্ট্রেশন শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
এছাড়া প্রোগ্রামে মিডিয়া পার্টনার হিসেবে থাকবেন আজকের পত্রিকা, স্ট্র্যাটেজিং পার্টনার হিসেবে মেডিকো বাংলাদেশ, ইংলিশ মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার,ব্রডকাস্ট পার্টনার হিসেবে রেডিও কার্নিভাল, বেভারেজ পার্টনার ম্যাক্সকোলা এবং প্রাণ,ইয়ুথ এনগেস্টমেন্ট হিসাবে টিবিএস, সোস্যাল মিডিয়া আর উই এনসিডাইর এবং টাইটেল পার্টনার হিসেবে ইফাদ।
উল্লেখ্য, উল্লেখ্য হান্ট প্রাইজ একটি বার্ষিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের লক্ষ্যে টেকসই বিজনেস আইডিয়া প্রদানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর বিশ্বের প্রায় ১২১টি দেশে ৩০০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, এডুকেশন ফাস্ট এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অংশীদারিত্বে এই ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
এমআই