আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ত্যাগ করেছেন। দু'সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার সকালে এ খবর পরিবেশন করেছে। তবে বাশার কোথায় গেছেন, তা জানা যায়নি। কেবল এটুকু বলা হয়েছে যে তিনি বিমানে করে দামেস্ক ত্যাগ করেছেন।
বিদ্রোহী বাহিনী দামেস্ক প্রবেশ করতে শুরু করার প্রেক্ষাপটে বাশার নগরী ছাড়লেন।
শনিবারই প্রেসিডেন্ট আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এই গুঞ্জন অস্বীকার করেছিল প্রেসিডেন্টের কার্যালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারি বাহিনী এখনো প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। তবে দামেস্কের বিভিন্ন শহরতলি ইতোমধ্যে নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা।
এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করছেন।
প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, কিছু দেশী ও বিদেশী গণমাধ্যম গত কয়েক বছর ধরেই সিরিয়ার রাষ্ট্র এবং সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় তারা খবর ছড়িয়েছে যে প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন। কিন্তু তাদের এই খবর সঠিক নয়।
প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন। তিনি রাজধানী দামেস্কেই আছেন।
সময় জার্নাল/এলআর